999 এ কল করুন যদি গুরুতর প্রয়োজন হয়

যানবাহনে বমি হলে করনীয়ঃ -যদি বমি বমি ভাব আসে তখন জানালা খুলে লম্বা লম্বা শ্বাস নিতে পারেন। -যাত্রার শুরুতে পেট ভরে ভারী খাবার যাবে না। - সুপারি কিনবা পান অথবা লবঙ্গ মুখে দিয়ে চিবালেও এ সমস্যা দূর করা সম্ভব। - বমি যেন না হয় এজন্য বমি নিরোধক ঔষধ সেবন করা যেতে পারে।