999 এ কল করুন যদি গুরুতর প্রয়োজন হয়

- পানিতে পড়া ব্যক্তিকে যত তারাতাড়ি সম্ভব উদ্ধার করতে হবে। - শ্বাস যন্ত্র সচল আছে কিনা পরিক্ষা করতে হবে। তবে মুখে মুখ লাগিয়ে শ্বাস মানে CPR দিতে হবে। -যদি ফুসফুসে বাতাস প্রবেশ না করে তবে বুঝতে হবে ফুসফুস পানিতে পূর্ণ। নিচের নিয়মাবলি অনুসরণ করতে হবে প্রথমে রোগীকে উপুড় করে শুইয়ে পেট উচু করে ধরতে হবে যাতে মাথা ও বুক নিচের দিকে থাকে। এরপর আস্তে আস্তে পিঠ চাপর দিতে হবে যাতে ফুসফুস, শ্বাসনালী ও পাকস্থলীর পানি বের হয়ে যায়।