999 এ কল করুন যদি গুরুতর প্রয়োজন হয়

সাপ কামড়দিলে করনীয়ঃ - হৃদয় স্পন্দন বেড়ে গেলে সাপের বিষ ছরিয়ে যাবার সম্ভাবনা থাকে। এজন্য রুগীকে আশ্বস্ত করতে হবে। - রোগীকে এমন ভাবে শোয়াতে হবে যেন আক্রান্ত স্থান হৃদযন্ত্র বরাবর নিচে থাকে। - টাইট জাতীয় পোশাক এবং যাবতীয় গহনা খুলে ফেলতে হবে। - মাঝে মাঝে রোগির হৃদযন্ত্র থেমে যেতে পারে সেক্ষেত্রে রোগির নার্ভ বারবার পরিক্ষা করতে হবে। - যদি হৃদযন্ত্র থেমে যায় তাহলে CPR দিতে হবে। - যত দ্রুত সম্ভব হাসপাতালের নিতে হবে