999 কল করুন যদি:
সকল পোড়ার জন্য
নিচের নিয়মাবলী অনুসরণ করুন
- আগুন ত্বকের সব স্তর ভেদ করে
- চামড়া শক্ত অথবা চামড়ায় সাদা, বাদামি বা কালো রঙের ছপ ছপ দাগ দেখা যায়
- হাত পা মুখ অথবা যৌন অঙ্গ পুড়ে যায়
- শিশু অথবা প্রাপ্তবয়স্ক হলে
সকল পোড়ার জন্য
- তৎখনাত আগুন নিভিয়ে ফেলুন
- ব্যক্তিকে আগুনের স্থান, উত্তপ্ত পানি ও বস্তু থেকে দূরে সরিয়ে ফেলুন
- ব্যক্তির শরীর থেকে পোড়া অথবা উত্তপ্ত বস্তু সরিয়ে ফেলুন
- ব্যক্তির শরীর থেকে অলংকার, বেল্ট ও গায়ের সাথে লাগানো কাপড় সরিয়ে ফেলিন
নিচের নিয়মাবলী অনুসরণ করুন
- পুড়ে যাওয়া জায়গায় দ্রুত ঠান্ডা পানি তে ভিজিয়ে রাখুন যতক্ষণ না ব্যথা নিবারণ হয়
- পোড়া জায়গাটি জিবাণুমুক্ত কাপড় দিয়ে পেঁচিয়ে রাখুন
- মাখন অথবা মলম ব্যবহার করবেন না
0 Comments