999 এ কল করুন যদি গুরুতর প্রয়োজন হয়

নিচের নিয়মাবলি অনুসরণ করুন -গলায় মাছের কাঁটা বিধলে হালকা গরম পানিতে লেবুর রস মিশ্রিত করে ওই মিশ্রণ পান করুন। কাঁটাটি নরম হয়ে গলা থেকে নেমে যাবে। - নতুবা হালকা গরম পানিতে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে ওই মিশ্রণ খেলে বা গরগরা করলে কাটা টি নরম হয়ে গলা থেকে নেমে যাবে। -গলায় মাছের কাটা বিধলে অলিভয়েল খেয়ে নিতে পারেন। কারণ অলিভয়েল অন্যান্য তেলের তুলনায় কিছু টা পিচ্ছিল করে যা কাঁটাটিকে নরম করে নামিয়ে নেয়। -খানিকটা ভাত অথবা পাউরুটি চটকে ছোটো ছোটো মন্ড বানিয়ে তা আস্তো গিলে ফেল্লে ভাত অথবা পাউরুটির ধাক্কায় গলায় বিঁধে কাঁটা সহজেই নেমে যাবে