999 এ কল করুন যদি গুরুতর প্রয়োজন হয়

সতর্কতা - প্রথমেই লক্ষ্য করতে হবে ব্যক্তিটি বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত আছে কিনা। যদি থাকে তবে প্রথমেই বিদ্যুৎ উৎসটি বন্ধ করতে হবে। - খালি হাতে বিদ্যুতায়ন ব্যক্তি কে স্পর্শ করবেন না। - বিদ্যুতায়ন ব্যক্তি কে শুকনো বাশ বা কাঠ দিয়ে সতর্কতার সাথে বিদ্যুৎ উৎসের হতে ছারাতে হবে। চিকিৎসা - বিদ্যুতায়ন ব্যক্তিকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে। - গলা, বুক, কোমরের কাপড় আলগা করে দিতে হবে - যেই স্থানে পুরে গেছে তাতে বেশী করে পানি দিতে হবে - যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে হবে